You dont have javascript enabled! Please enable it! 1971.09.04 | নয়াদিল্লীস্থ পাক হাই-কমিশনের আরও একজন সদস্যের বাঙলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ | কালান্তর - সংগ্রামের নোটবুক

নয়াদিল্লীস্থ পাক হাই-কমিশনের আরও একজন
সদস্যের বাঙলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ

নয়াদিল্লী, ৩ সেপ্টেম্বর (ইউ এন আই)-এখানকার পাক হাই-কমিশনের স্টাফ সদস্য শ্রী আমজাদ আলী আজ বাঙলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘােষণা করেছেন। এ পর্যন্ত পাক হাই-কমিশনের মােট ৫ জন সদস্য বাঙলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।
শ্ৰীআমজাদ আলী অনেক চেষ্টার পর তার তিন মাসের শিশু পত্নীসহ পাক হাই-কমিশন থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হয়েছেন।
শ্রীআলী তাঁর তিন মাসের শিশুর জন্য ছবি তােলার উদ্দেশ্যে হাই-কমিশন কর্তৃপক্ষের কাছ থেকে বাইরে যাওয়ার অনুমতি লাভ করা সত্ত্বেও তার সঙ্গে পাক গােয়েন্দা বিভাগের লােককে নিয়ােগ করা হয়।
শ্রীআলী তার শিশু ও পত্নীসহ বাইরে বেরিয়ে এসেই একটা চলন্ত ট্যাক্সীতে উঠে পড়ে পাক গােয়েন্দার বাধাদানের আগেই চম্পট দিতে সক্ষম হন।

সূত্র: কালান্তর, ৪.৯.১৯৭১