জম্মু কাশ্মীর বিধান সভায় বাঙলা দেশকে স্বীকৃতি দানের দাবি গৃহীত
শ্রীনগর, ১৫ সেপ্টেম্বর (ইউ এন আই)-জম্মু ও কাশ্মীর বিধানসভায় আজ উপযুক্ত সময়ে বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দানের দাবি ধ্বনি ভােটে গৃহীত হয়েছে।
মুখ্যমন্ত্রী শ্রীজি এম সাদিক উপরােক্ত মর্মে গৃহীত প্রস্তাবের উপর ভাষণ দান প্রসঙ্গে বলেন যে অবিলম্বে স্বীকৃতি দেওয়া না হলেও লক্ষ লক্ষ শরণার্থী যাতে স্বদেশে ফিরে যেতে পারেন সেই পরিস্থিতি সৃষ্টি করার জন্য ভারত সরকারকে চেষ্টা চালাতে হবে।
সূত্র: কালান্তর, ১৬.৯.১৯৭১