সংসদের এই অধিবেশনের আগেই বাঙলাদেশকে স্বীকার করা হােক
কেন্দ্রীয় সরকারের প্রতি কমিউনিস্ট নেতা ভূপেশ গুপ্তের আহ্বান
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ১২ নভেম্বর-বাঙলাদেশ সরকারকে স্বীকার করা হােক এবারে ১৫ নভেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হােক কমিউনিস্ট নেতা ও সংসদ সদস্য ভূপেশ গুপ্ত আজ এখানে ভারত সরকারের কাছে এই আহ্বান জানিয়েছেন। এক সাক্ষাতকারে তিনি বলেন, স্বীকৃতিদানের পরই এক সার্বভৌম সরকারের সঙ্গে অপর সার্বভৌম সরকারের সর্বাত্মক সহযােগিতা সম্ভব।
শ্রীগুপ্ত বলেন, আমরা যুদ্ধ চাই না। কিন্তু ইয়াহিয়া সরকার যদি ভারত আক্রমণ করে তবে মহান সােভিয়েত দেশ ভারতের পাশে দাঁড়াবে।
শ্রীগুপ্ত বলেন, বাঙলাদেশের মুক্তিযােদ্ধের প্রশ্নে সােভিয়েত দেশসহ অনেক সমাজতান্ত্রিক দেশের সমর্থন আজ সুবিদিত। তিনি বলেন, সমাজতান্ত্রিক শিবির বলেছে পূর্ব বাঙলার জনগণের ইচ্ছার যে অভিব্যক্তি ঘটেছে, তার ভিত্তিতেই রাজনৈতিক সমাধান করা উচিত। শ্রীগুপ্ত বলেন, সেই জনতা ঘােষণা করেছে-স্বাধীন বাঙলা চাই। এই ঘােষণার পরও সমাজতান্ত্রিক শিবিরের বাঙলাদেশের প্রতি সমর্থন, ইয়াহিয়ার বর্বর সৈন্যদের অমানুষিক অত্যাচারের প্রতিবাদে সারা দুনিয়ার জনগণ-সােচ্চার হয়ে উঠছে।
সূত্র: কালান্তর, ১৩.১১.১৯৭১