আরও একজন কর্মচারীর বাঙলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ
নয়াদিল্লী, ১ অক্টোবর (ইউ এন আই)-পাক হাই কমিশনের আরও একজন বাঙালী কর্মচারী আটক নাটকীয়ভাবে হাই-কমিশন অফিস থেকে পালিয়ে বাঙলাদেশ মিশনে আশ্রয় নিয়েছেন। ৪০ বছর বয়স্ক পিওন শ্রীআবদুল সহিদ পাক দুতাবাসের পাঁচিল ডিঙ্গিয়ে পালিয়ে যায়।
সূত্র: কালান্তর, ২.১০.১৯৭১