বাঙলাদেশ সরকারের স্বীকৃতিদানের জন্য কাশ্মীর বুদ্ধিজীবীদের আবেদন
নয়াদিল্লী, ২৭ সেপ্টেম্বর (ইউ এন আই)-কাশ্মীরের ৯৩ জন বুদ্ধিজীবী এবং বিদ্যোর্জন বাঙলাদেশের অস্থায়ী সরকারকে অবিলম্বে স্বকৃিতিদানের জন্য ভারত সরকারের নিকট আবেদন করেন।
প্রধানমন্ত্রীর নিকট লিখিত এক চিঠিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক এবং যুব প্রতিনিধিরা পাকিস্তান সরকারকে গণহত্যার অভিযােগে অভিযুক্ত করেন। উপরােক্ত চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, পাকসেনাবাহিনীর প্রথম বলি হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ছাত্র এবং পূর্ববঙ্গের বিদ্যোজ্জন ও বুদ্ধিজীবীরা। দেশের সাংস্কৃতিক জীবনের উৎসমুখকে নিশ্চিহ্ন করাই হচ্ছে ফ্যাসিস্ট জুটার এক বিশেষ বৈশিষ্ট্য।
সূত্র: কালান্তর, ২৮.৯.১৯৭১