অন্যের দয়া দাক্ষিণ্যের উপর বাঙলাদেশের স্বীকৃতি আমাদের কাম্য নয়
-কর্ণেল ওসমানী
মুজিবনগর, ১১ অক্টোবর (ইউ এন আই) “অন্যের দয়া দাক্ষিণ্যের উপর বাঙলাদেশের স্বীকৃতি আমাদের কাম্য নয়। পুণ্য স্বদেশ ভূমি থেকে পাকিস্তানী শত্রুদের উৎখাত করার সংগ্রামের মাধ্যমেই আমাদের মুক্তিযােদ্ধারা তাদের যােগ্যতার প্রমাণ দিবে। এবং তখনই আমাদের সত্যিকার স্বীকৃতি অর্জিত হবে”-বাঙলাদেশ সৈন্য বাহিনীর প্রধান কর্ণেল ওসমানী উত্তর পূর্ব রণাঙ্গন সফরকালে মুক্তিযোেদ্ধাদের সামনে উপরােক্ত মর্মে এক ভাষণ দেন।
কর্ণেল ওসমানী মুক্তিযােদ্ধাদের প্রতি আহ্বান জানান :
বাঙলাদেশের সাড়ে সাত কোটি জনতা ও বিশ্বের জনমত আমাদের পক্ষে। শত্রুকে নির্মূল করে মাতৃভূমির মুক্তি সাধনই আমাদের এই মুহূর্তের প্রধান দায়িত্ব।
সারা বিশ্বই আজ মুক্তিবাহিনীর সাফল্য সম্পর্কে পূর্ণ আস্থাবান। জয় আমাদের হবেই। কর্ণেল ওসমানী মুক্তিযােদ্ধাদের শৃংখলা এবং মনােবল অক্ষুন্ন রাখার আবেদন জানান।
কর্ণেল ওসমানী সৈন্য শিবির সংলগ্ন হাসপাতাল সমূহ পরিদর্শন করেন এবং আহত সৈনিকদের সঙ্গে সাক্ষাত করেন।
সূত্র: কালান্তর, ১২.১০.১৯৭১