বাঙলাদেশ সরকারকে স্বীকৃতি দানের দাবি
বাঙ্গালাের, ২৬ সেপ্টেম্বর (ইউ এন আই)-সংসদ-সদস্য শ্রীভি কে কৃষ্ণমেনন আজ অবিলম্বে বাঙলাদেশ সরকারের স্বীকৃতি দাবি করেছেন।
এখানে অনুষ্ঠিত বাঙলাদেশ সম্পর্কিত কর্ণাটক সম্মেলনে ভাষণ দান কালে শ্রীমেনন বলেন যে বাঙলাদেশ সরকারকে স্বীকৃতি দানের এটাই হল উপযুক্ত সময়। তিনি বলেন, যেহেতু বাংলাদেশ ভারতের প্রতিবেশী সেহেতু ভারতকে বাঙলাদেশের স্বীকৃতি দান সম্পর্কে নেতৃত্ব দিতে হবে। তিনি বাংলাদেশকে স্বীকৃতি না দিয়ে স্বাধীনতা-সংগ্রামকে সমর্থন দান করাটাকে ‘অর্থহীন’ বলে আখ্যা দেন।
শ্রীঅর্জুন অরােরা এম-পি সম্মেলনের উদ্বোধন করে বলেন, বঙ্গবন্ধু’র একমাত্র অপরাধ হল, তিনি নির্বাচনে জিতেছেন।
সূত্র: কালান্তর, ২৭.৯.১৯৭১