You dont have javascript enabled! Please enable it! 1971.07.11 | ইজভেস্তিয়াতে পাকিস্তানকে অস্ত্র সরবরাহের নিন্দা | কালান্তর - সংগ্রামের নোটবুক

ইজভেস্তিয়াতে পাকিস্তানকে অস্ত্র সরবরাহের নিন্দা
ভারতীয় উপমহাদেশের অবস্থা গুরুতর করা ভারত ও পাকিস্তানের স্বার্থবিরােধী

মস্কো, ১০ জুলাই-এ-পি জানাচ্ছে, সােভিয়েত সরকারের মুখপাত্র ইজভেস্তিয়াতে আজ তাদের ভাষ্যকার ভি, ভাসিন লিখিত এক প্রবন্ধে নাম না করে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাকিস্তানে অস্ত্র প্রেরণ বন্ধ করার আহ্বান জানানাে হয়েছে।
প্রবন্ধে ভারতীয় উপমহাদেশের পরিস্থিতি আরও গুরুতর না করার জন্য আবেদন জানিয়ে বলা হয়েছে, ঐ উপ-মহাদেশের শান্তি বজায় রাখাটাই ভারত ও পাকিস্তানের জনগণের জাতীয় স্বার্থের এবং বিশ্ব-শান্তির পক্ষে কল্যাণকর।
তিনি বলেছেন, ঘটনাবলীর অন্য কোন রকমের পরিণতি শুধু ভারত ও পাকিস্তানের এবং বহির্বিশ্বের সেই শক্তিগুলিকেই খেলার সুযােগ দেবে যারা এর মাধ্যমে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে চায়। আর তাদের নীচ স্বার্থ সাধনের উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে উত্তেজনা তীব্রতর করার জন্য সমস্ত সুযােগকেই কাজে লাগাচ্ছে।
তিনি বলেছেন, ভারত এবং পাকিস্তানের প্রকৃত বন্ধু সমস্ত দেশের মতই সােভিয়েতের জনগণও এই আশাই প্রকাশ করেছে যে, এশিয়ার এই উপ-মহাদেশের অবস্থার যাতে আরও অবনতি না ঘটে সেজন্য প্রয়ােজনীয় প্রয়াস চালানাে হবে এবং ঘটনাবলীর অবাঞ্চিত পরিণতি ঘটাতে পারে এমন পদক্ষেপ গ্রহণ করা থেকে অন্য দেশগুলি বিরত থাকবে।

সূত্র: কালান্তর, ১১.৭.১৯৭১