You dont have javascript enabled! Please enable it! 1971.06.09 | কোসিগিন-শরণ সিং আললাচনা | কালান্তর - সংগ্রামের নোটবুক

কোসিগিন-শরণ সিং আললাচনা

মস্কো, ৮ জুন (ইউ এন আই)-সােভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সী কোসিগিনের সঙ্গে ভারতের বহির্বিষয়ক দপ্তরের মন্ত্রী শ্রীশরণ সিং এর আজ আলােচনা হয়েছে বলে তাস’ জানিয়েছে।
আললাচনাকালে সােভিয়েত পররাষ্ট্রমন্ত্রী শ্রীগ্রোমিকো, সােভিয়েত পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান আন্দ্রে ফোমিন এবং মস্কোস্থ ভারতীয় রাষ্ট্রদূত শ্রীদুর্গা প্রসাদ ধর উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত উল্লেখযােগ্য যে, বাঙলাদেশে ইয়াহিয়ার গণহত্যা এবং ভারতে শরণার্থী আগমন সম্পর্কে বিশ্ব জনমত গড়ে তােলার উদ্দেশ্যে শরণ সিং এর বিশ্ব সফর শুরু হয়েছে। তিনি সােভিয়েত ইউনিয়ন ছাড়াও আমেরিকা ও বৃটেন সফর করবেন।

সূত্র: কালান্তর, ৯.৬.১৯৭১