You dont have javascript enabled! Please enable it!

জাতিসংঘ অধিবেশনে ভারত-সােভিয়েত পারস্পরিক সহযােগিতার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে

নয়াদিল্লী, ২২ সেপ্টেম্বর (ইউ এন আই)-জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে যখন আলােচনা হবে তখন ভারতে ও সােভিয়েত ইউনিয়ন কতখানি পারস্পরিক সহযােগিতা করতে পারে সে সম্পর্কে আলােচনা করার জন্য বিশেষ সােভিয়েত দূত শ্ৰী এস কে মারাপ গতকাল রাজধানীতে পৌঁছেছেন। আজ তিনি পররাষ্ট্র দপ্তরের অন্যতম সচিব শ্রী এস, কে, ব্যানার্জি ও অন্যান্য প্রবীণ অফিসারদের সঙ্গে দীর্ঘ আলােচনা করেন।
জানা গিয়েছে, নিরস্ত্রীকরণ ও বিশ্ব শান্তি সম্পর্কিত সম্ভবপর যে সব প্রশ্ন আসন্ন অধিবেশনে উঠবে সেগুলি নিয়ে তাঁদের মধ্যে আলােচনা হয়। মূলত এ কারণেই তিনি এখানে এসেছেন।
আগামীকালই তিনি মস্কো ফিরে যাচ্ছেন। গতকাল তিনি পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং ও শ্রী ডি, পি, ধরের সঙ্গেও আলােচনা করেছিলেন।

সূত্র: কালান্তর, ২৩.৯.১৯৭১