You dont have javascript enabled! Please enable it! 1971.10.06 | সােভিয়েত ইউনিয়নের মহিলা সমিতির বাঙলাদেশের জনগণের ইচ্ছা, অধিকার ও স্বার্থের প্রতি মর্যাদা দানের দাবি | কালান্তর - সংগ্রামের নোটবুক

সােভিয়েত ইউনিয়নের মহিলা সমিতির বাঙলাদেশের জনগণের ইচ্ছা, অধিকার ও স্বার্থের প্রতি মর্যাদা দানের দাবি

মস্কো, ৫ অক্টোবর—শেখ মুজিবর রহমান ও বাংলাদেশ জনগণের উপর প্রতিশােধ গ্রহণ বন্ধ করার দাবি জানিয়ে সােভিয়েত ইউনিয়নের মহিলা সমিতি পাক-প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে অনুরােধ করছে যে, পূর্ববঙ্গে এমন পরিস্থিতি সৃষ্টি করা হােক যাতে ভারতে আগত ৯০ লক্ষ শরণার্থী নিজ ভূমিতে ফিরে যেতে পারে।
সােভিয়েত সংবাদ সংস্থা তাস’-এর সংবাদ উদ্ধৃত করে ইউ এন আই জানাচ্ছে, এক বিবৃতিতে পূর্ব বাঙলার জনগণের ইচ্ছা, অধিকার এবং ন্যায়সঙ্গত স্বার্থের প্রতি যথােচিত মর্যাদা দিয়ে বাঙলাদেশ সমস্যার রাজনৈতিক সমাধান সমিতি দাবি করেছে।
বিবৃতিতে পাকিস্তানী জঙ্গী কর্তৃপক্ষের কাছে বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ জনগণের দাবির প্রতি মর্যাদা দানের জন্য আবেদন করা হয়।
বিবৃতিতে আরও বলা হয় : প্রতিশােধ স্পৃহা, মানবিক অধিকারের প্রতি অবমাননা এবং গণতন্ত্রের মৌল আদর্শ লঙ্ঘন পূর্ববঙ্গের লক্ষ লক্ষ মানুষকে দেশত্যাগে বাধ্য করেছে। ভয় এবং হতাশায় যারা গৃহত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই বিরাট সংখ্যক শরণার্থী আজ ক্ষুধা ও মড়কের শিকার হয়ে পড়েছে। পূর্ববঙ্গের প্রচুর সংখ্যক প্রগতিশীল মানুষ প্রতিহিংসার বলি হয়েছেন।

সূত্র: কালান্তর, ৬.১০.১৯৭১