৩০ আগস্ট ১৯৭১ ইন্দিরা গান্ধী
এদিন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী পশ্চিম বাংলা এবং ত্রিপুরায় শরণার্থী শিবির পরিদর্শন করেন। শিলিগুঁড়ির কাছে তাপুরহাট মুক্তিযুদ্ধ প্রশিক্ষণ শিবির তিনি পরিদর্শন করেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জনাব মতিউর রহমান এম.এন. এ. প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জ্ঞাপন করেন। তাপুর হাট প্রশিক্ষণ কেন্দ্রে ৮০০ জন যুবক প্রশিক্ষণরত ছিলেন। এদিন ইন্দিরা গান্ধী বিশ্ব শান্তি পরিষদের সাধারন সম্পাদককে এক সাক্ষাৎ প্রদান করেন। সাক্ষাতে তিনি বাংলাদেশের জন্য তার দেশের জনসাধারনের সহানুভূতি এবং ৭৫ লাখ শরণার্থীদের জন্য তাদের ত্যাগ স্বীকারের কথা উল্লেখ করেন। লন্ডন থেকে প্রকাশিত এক সংবাদে জানা যায় ইন্দিরা গান্ধী ব্রিটিশ প্রধানমন্ত্রী হিথের আমন্ত্রনে আগামী ৩১ অক্টোবর ব্রিটেন সফর করবেন।