You dont have javascript enabled! Please enable it!

পাকিস্তানের প্রতি সােভিয়েত প্রতিনিধি দলের হুঁশিয়ারি

নয়াদিল্লী, ৭ নভেম্বর (ইউ এন আই)-ভারত সফররত সােভিয়েত প্রতিনিধি দলের নেতা কুদ্রিয়াভসেভ আজ এখানে এক সভায় বলেন যে, পাকিস্তানের এমন কোনাে নীতি অনুসরণ করা উচিৎ নয় যা ভারত-পাক যুদ্ধের সৃষ্টি করতে পারে। সােভিয়েত সংশ্লিষ্ট উপমহাদেশের সমস্ত ঘটনা গভীরভাবে লক্ষ্য হয়েছেন। ভারত-সােভিয়েত সংস্কৃতি সাম্রাজের প্রস্তুত কমিটি সভার উদ্যোক্তা। মিঃ কুদ্রিয়াভসেভ আবারও প্রত্যয়ের সুরে বলেন যে, কোনাে বিদেশী শক্তি দ্বারা ভারত আক্রান্ত হলে তাঁর দেশ সাহায্যে এগিয়ে আসবে।
প্রতিনিধিদল ভারত-সােভিয়েত মৈত্রী চুক্তির সমর্থনে দিল্লীসহ ভারতের বিভিন্ন শহরে জনসমাবেশ ও সভায় অংশ নেবেন।

সূত্র: কালান্তর, ৮.১১.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!