You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশ প্রসঙ্গে
কুদ্রিয়াতসেভ

নয়াদিল্লী, ৯ নভেম্বর—ভারতে সফররত সােভিয়েত সংসদীয় প্রতিনিধিদলের নেতা ভি, কুদ্রিয়াতসেভ আজ এখানে প্রেস ক্লাবের ভােজসভায় বাঙলাদেশ পরিস্থিতির ব্যাখ্যা করতে গিয়ে বলেন এ ছাড়া একটি জাতীয় মুক্তি আন্দোলন যার মধ্যে গৃহযুদ্ধের উপাদানগুলি উপস্থিত ফ্রান্স ইতালী ও ভারতের কমিউনিস্ট পার্টিগুলি বাঙলাদেশের সমস্যাকে জাতীয় মুক্তি আন্দোলন বলে যে ব্যাখ্যা করেছে সে সম্পর্কে কুদ্রিয়াতসেভের মত জানতে চাইলে তিনি ঐ মন্তব্য করে বলেন সােভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টিরও এই অভিমত।
এই বক্তব্যকে আরও ব্যাখ্যা করে তিনি বলেন, গৃহযুদ্ধ হলাে জাতীয় মুক্তি আন্দোলনের স্বাভাবিক পরিণতি বা পশ্চিম পাকিস্তানের সন্ত্রাসের নীতির ফলে ত্বরান্বিত হচ্ছে।
তিনি বলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ কেবল এই উপমহাদেশে শান্তি এবং সুস্থিতির জন্য এড়িয়ে চলার চেষ্টা করতে হবে তাই নয় অন্যান্য দেশ যাতে এর সঙ্গে জড়িয়ে না পড়ে সেজন্য এই চেষ্টা করা উচিত।
চীন সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চীন একটা অযৌক্তিক মনােভাব নিয়ে চলছে। তবে তিনি এর ব্যাখ্যা করেন নি।
আগ্রায় ভারত-সােভিয়েত সাংস্কৃতি সমিতি আয়ােজিত এক সভায় কুদ্রিয়েতসেভ গতকাল বলেছিলেন ভারত আক্রান্ত হলে তাঁর দেশ সাহায্য করবে। সােভিয়েত প্রতিনিধিদলে তিনজন সদস্য আছেন।

সূত্র: কালান্তর, ১০.১১.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!