২৮ আগস্ট, ১৯৭১ জর্জ বুশ
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত জর্জ বুশ মহাসচিব উ’ থান্টের সাথে সাক্ষাৎ করে জানান, পূর্ব পাকিস্তানের মার্কিন সাহায্য সমন্বয়ের জন্য ‘মার্কিন টাস্ক ফোর্স’ গঠন করা হয়েছে।
ডঃ মোকাররম হোসেন খন্দকার
৭১ এর রাজাকার বুদ্ধিজীবী ডঃ সাজ্জাদ হসাইনের বইয়ে দেখা যায় ডঃ মোকাররম হোসেন খন্দকার মুক্তিযুদ্ধের পক্ষের না। তার নামে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের নামকরন করা হইয়াছে এবং ৭৭ সালে প্রথম স্বাধীনতা পুরস্কার উনি পাইয়াছেন।