You dont have javascript enabled! Please enable it! 1971.11.10 | সােভিয়েত ইউনিয়ন ভারতের প্রতি সব দায়িত্ব পালন করবে -কুদ্রিয়াৎসেভ | কালান্তর - সংগ্রামের নোটবুক

সােভিয়েত ইউনিয়ন ভারতের প্রতি সব দায়িত্ব পালন করবে -কুদ্রিয়াৎসেভ

বােম্বাই, ১৩ নভেম্বর (ইউ এন আই)-সােভিয়েত ইউনিয়ন বন্ধু হিসাবে ভারতের প্রতি তার সমস্ত বাধ্যবাধকতা পূরণ করবে।
সুপ্রিম সােভিয়েতের সংসদীয় দলের সেক্রেটারী শ্ৰীভি কুদ্রিয়াসেভ গতকাল এখানে উপরােক্ত মর্মে এক ঘােষণা করেন।
ভারত-সােভিয়েত মৈত্রীচুক্তি সম্পর্কে এক ভাষণ প্রসঙ্গে সাত সদস্য বিশিষ্ট সােভিয়েত প্রতিনিধিদলের নেতা শ্রীকুদ্রিয়াসভ বলেন যে, বাঙলাদেশে ইয়াহিয়া সরকার যে সন্ত্রাস নীতি অনুসরণ করে চলেছে, সােভিয়েতের প্রতিটি মানুষ তার প্রতি ঘৃণা ও ক্রোধ প্রকাশ করেছে।
তিনি বলেন, বাঙলাদেশ সম্পর্কে ভারতের ভূমিকার প্রতি সােভিয়েত ইউনিয়নের পূর্ণ সহানুভূতি রয়েছে।
ভারত-সােভিয়েত মৈত্রী-চুক্তির উপর দেশের বিভিন্ন অংশে যে অনুষ্ঠান চলছে তাতে শ্রীকুদ্রিয়াৎসেভ যােগদান করেন এবং তার বক্তব্য বলেন।

সূত্র: কালান্তর, ১০.১১.১৯৭১