You dont have javascript enabled! Please enable it!

নভেম্বর ভারত-সােভিয়েত চুক্তি মাস

ঐতিহাসিক নভেম্বর বিপ্লবের ৫৪ তম বার্ষিকী এবার ভারত ও সােভিয়েতের জনগণের মৈত্রীকে একটি নতুন তাৎপর্যে মণ্ডিত করতে চলেছে। ৭ নভেম্বর থেকে ভারত-সােভিয়েত চুক্তিমাস উদযাপিত হতে যাচ্ছে। এই মাস জুড়ে সারা দেশময় বিভিন্ন জনসভা ও আলােচনাচক্রের মাধ্যমে নব স্বাক্ষরিত ভারত-সােভিয়েত চুক্তির বিভিন্ন দিকগুলিকে জনসাধারণের সামনে পরিস্ফুট করে তােলা হবে।
বস্তুতঃ, এ জাতীয় অনুষ্ঠান পালনের বিশেষ উপযােগিতা রয়ে গেছে। বাঙলাদেশের মুক্তিসংগ্রামের পরিপ্রেক্ষিতে এর তাৎপর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। যে সচল গােষ্ঠী-নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি আজ ভারতবর্ষকে পৃথিবীর বৃহত্তম সমাজতান্ত্রিক শক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে নিয়ে এসেছে, তার বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার চালানাের কম চেষ্টা দেশের দক্ষিণপন্থী প্রতিক্রিয়া ও একচেটিয়া পুঁজির অধীনস্থ সংবাদপত্রগুলি থেকে হচ্ছে না। জনসাধারণকে বিভ্রান্ত করার এই ব্যাপক অপচেষ্টার বিরুদ্ধে ব্যাপকতর সমর্থন গড়ে তােলাই আজ আমাদের অন্যতম প্রধান কর্তব্য। ভারত-সােভিয়েত চুক্তি মাসের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই সত্যকেই সার্বিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে যে, জনগণের সমস্ত অংশের মধ্যে ঐ মৈত্রী চুক্তির প্রতি সমর্থন কত প্রবল। চুক্তিমাস উদযাপনের জন্য সমস্ত সঙ্কীর্ণতার উর্দ্ধে দলমত নির্বিশেষে যে জাতীয় কমিটি প্রস্তুত হয়েছে আশা করি, জনসাধারণের সহযােগিতায় ঐ কমিটির সদস্যবৃন্দ গভীর আন্তরিকতা ও সক্রিয়তার সঙ্গে তাদের কর্মভার পালন করবেন।

সূত্র: কালান্তর, ৩১.১০.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!