পরিস্থিতির মােকাবিলায় ভারত-সােভিয়েত যুক্ত উদ্যোগ
ইন্দিরা-কুজনেৎসভ আলােচনা
নয়াদিল্লী, ১৩ ডিসেম্বর (ইউ এন আই)-ভারত উপমহাদেশের বর্তমান পরিস্থিতি মােকাবিলার জন্য ভারত ও সােভিয়েত ইউনিয়ন কিভাবে পারস্পরিক সমন্বয় বজায় রেখে কাজ করবে, গত দুদিন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও সােভিয়েতের প্রথম সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভাভিলি কুজনেৎসভের মধ্যে প্রধানতঃ তা নিয়েই আলােচনা হয়েছে।
আজ জনৈক সরকারী মুখপাত্র জানান, ভারতের পররাষ্ট্রীয় কর্মনীতি পরিকল্পনা কমিটির চেয়ারম্যান ভি, পি, ধর সােভিয়েত নেতৃবৃন্দের সঙ্গে মস্কোর যে আলােচনা করেছেন তারও মূল বিষয়বস্তু ছিল এটাই।আরও জানান, মিঃ কুজনেৎসভ আগামীকাল মস্কোয় ফিরে যাচ্ছেন এবং শ্রীধরও কালই দিল্লী অভিমুখে যাত্রা করবেন।
সােভিয়েত সহকারী পররাষ্ট্রমন্ত্রী আজ আরেকবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পি, এন, হাকসারের সঙ্গে দু’দফায় আলােচনা করেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায় তাঁর সম্মানার্থে যে ভােজসভা আয়ােজন করেন তাতেও তিনি যােগ দেন।
উপরােক্ত সরকারী মুখপাত্রকে যখন প্রশ্ন করা হয় যে ভারত মহাসাগরে মার্কিন সপ্তম নৌবহরের গতিবিধি সম্পর্কে কোন আলােচনা হয়েছে কিনা তখন তিনি জবাবে বলেন, “তা আমার জানা নেই। সপ্তম নৌবহর সংক্রান্ত সংবাদ সম্ভবতঃ এক বৃহত্তর চিত্রেরই অংশমাত্র। এর বেশি আর কিছু আমার বলার নেই।”
সূত্র: কালান্তর, ১৪.১২.১৯৭১