You dont have javascript enabled! Please enable it!

চীনের কুমতলব সম্পর্কে প্রাভদা

মস্কো, ৯ ডিসেম্বর (এ-পি)—আজ প্রাভদার প্রকাশিত এক প্রবন্ধে অভিযােগ করা হয়েছে যে চীন ভারতপাকিস্তান উস্কানী দাতার ভূমিকা গ্রহণ করেছে এবং এশিয়াদের বিরুদ্ধে এশিয়দের লেলিয়ে দেওয়ার নীতি গ্রহণ করছে।
সােভিয়েত কমিউনিস্ট পার্টির মুখপত্রের প্রবন্ধকার আরাে অভিযোেগ করেছেন, চীনা নেতৃবৃন্দ যে করে হােক এশিয়ায় নিজেদের শক্তি বাড়াবার চেষ্টা করেছেন এবং সে কাজের পক্ষে ভারত-পাকিস্তান যুদ্ধকে একটি ভাল হাতিয়ার বানিয়েছেন।
প্রাভদার অন্যতম রাজনৈতিক ভাষ্যকার ভিক্টর মায়ভস্কি এই প্রবন্ধের লেখক।
শ্রীমায়ভস্কি লিখেছেন, আজকের ঘটনাবলীতে চীনের প্রত্যক্ষ যোেগ রয়েছে। ঐ ঘটনাগুলিতে চীনের দু’রকারভাবে উস্কানীমূলক ভূমিকা গ্রহণ করেছেন।
তিনি বলেছেন, এদিকে মাওবাদীরা সেখানে তাদের অনুচরদের দিয়ে গণযুদ্ধ লাগিয়ে পূর্ব পাকিস্তানে ঢােকার চেষ্টা করেছে। অন্যদিকে, তারা পাকিস্তানের সামরিকচক্রকে সাহায্যদানের কথা ফলাও করে প্রচার করেছে। তাদের লক্ষ্য, উগ্র স্বদেশিকতা ও এশিয়ায় কর্তৃত্ব ফলাবার পথে একে হাতিয়ার করা।

সূত্র: কালান্তর, ১০.১২.১৯৭১