You dont have javascript enabled! Please enable it! 1971.12.02 | ভারত-পাকিস্তান প্রশ্নে সােভিয়েত-বুলগেরিয়া মতৈক্য | কালান্তর - সংগ্রামের নোটবুক

ভারত-পাকিস্তান প্রশ্নে সােভিয়েত-বুলগেরিয়া মতৈক্য

মস্কো, ১ ডিসেম্বর (এপি)-গতকাল সােভিয়েত নেতৃবৃন্দ এবং বুলগেরিয়ার নেতৃবৃন্দের মধ্যে উচ্চ পর্যায়ের আলােচনা হয়েছে। তাতে তারা ইউরােপীয় নিরাপত্তা ও সহযােগিতা সম্মেলনের প্রস্তুতি এবং ভারতীয় উপমহাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মতৈক্যে উপনীত হন।
তাস জানিয়েছে দুদেশের নেতারা ভারত-পাকিস্তান সংকটের যাতে সমাধান করা যায় সে বিষয়ে সাহায্য সহযােগিতা করবেন বলে জানিয়েছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বুলগেরিয়ার কমিউনিস্ট পার্টি নেতা ঝিভকভ ও প্রধানমন্ত্রী তােদোরােভ আর সােভিয়েত কমিউনিস্ট পার্টি নেতা ব্রজনেভ রাষ্ট্রপতি পদগাের্ণি এবং প্রধানমন্ত্রী কোসিগিন।

সূত্র: কালান্তর, ২.১২.১৯৭১