মার্কিনরা ৪টা যাত্রীবাহী বিমান ভারতে পাঠাবে
ওয়াশিংটনের খবর হচ্ছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ত্রিপুরা থেকে শরণার্থী সরাবার জন্য মার্কিনরা ভারতে ৪ঠা যাত্রীবাহী বিমান পাঠাতে রাজি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনারের মাধ্যমে এই অনুরােধ ভারত জানিয়েছিল।
তিনি আরও বলেছেন, ঘূর্ণীঝড় পীড়িত অঞ্চলে রিলিফের কাজকর্ম সাহায্য করার জন্য গত শরৎকালে মার্কিনরা পাকিস্তানকে যেসব মােটরবােট দিয়েছিল তার একটাতে “সামরিক লােকদের ভর্তি করা হয়েছে বলে মনে হয় এমন যে ফটো একটি পাকিস্তানী সংবাদপত্রে বেরিয়েছে সে বিষয়ে পাকিস্তানের কাছ থেকে খবরাখবর জানার জন্য তারা ইসলামাবাদের মার্কিন রাষ্ট্রদূতকে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে।
সূত্র: কালান্তর, ৫.৬.১৯৭১