You dont have javascript enabled! Please enable it!

মার্কিন চীন অক্ষ ভারত ও বাঙলাদেশের প্রতি বিপদ স্বরূপ
-রাজেশ্বর রাও

বােম্বাই, ২৫ জুলাই (ইউ এন আই)-প্রস্তাবিত মার্কিন-চীন অক্ষ ভারতের পক্ষে সর্বদাই বিপদ হয়ে থাকবে এবং বাঙলাদেশের পক্ষেও ক্ষতিকারক হবে। ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শ্রীরাজেশ্বর রাও গত শুক্রবার এখানে এই মন্তব্য করেন। কমিউনিস্ট পার্টির বোেম্বাই রাজ্য পরিষদের তিন দিনব্যাপী বৈঠকের উদ্বোধন করার সময় শ্রীরাও আরও বলেন, যেভাবে অতীতে এ দুটি জাতি নিজেদের মধ্যে ব্যবহার করেছিল এবং যে পদ্ধতিতে তারা তাদের বড় বড় মতপার্থক্যগুলি সমাধিস্থ করল তা সত্যই বিস্ময়কর।
ভারত সরকারের কাছে আহ্বান জানিয়ে শ্রীরাও বলেন, অবিলম্বে বাঙলাদেশকে স্বীকৃতি এবং সর্ব প্রকার সাহায্য দেওয়া হক।

সূত্র: কালান্তর, ২৬.৭.১৯৭১