You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশ তাঁবেদার সরকার গঠনের উদ্দেশ্যে কিসিঙ্গার-কামাল হোেসন সাক্ষাৎকার
(বিশেষ প্রতিনিধি)

নয়াদিল্লী, ১৫ জুলাই-ইয়াহিয়া সরকারকে রক্ষা কল্পে যাতে প্রকাশ্যে এগিয়ে আসতে পারা যায় এই উদ্দেশ্যে বাঙলাদেশে একটা বে-সামরিক তাঁবেদার সরকার গঠনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উঠে পড়ে লেগেছে। তারই ফলশ্রুতি কিসিঙ্গার কামাল হােসেন সাক্ষাৎকার বলে এখানকার দায়িত্বশীল রাজনৈতিক মহল মনে করছে। বাঙলা দেশে ইয়াহিয়ার সামরিক বাহিনী আসার পর শেখ মুজিবর রহমানের এককালের সহযােগী কামাল হােসেনের বিশ্বাসঘাতী ভূমিকার জন্য যেহেতু তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে আলােচনা চালাবার অধিকার হারিয়েছেন, সেই হেতু নিক্সনের সামরিক সাকরেদ কিসিঙ্গারের নতুন ফন্দী সফল হতে পারে নি বলে জানা গেছে। এমন কি এখানকার আশাবাদী মার্কিন মহলের মতেও সামরিক সরকার নানা ধরণের ভয়-ভীতি দেখিয়েও জাতীয় পরিষদের ২০ জনের বেশী সদস্য এই ঘৃণ্য কাজের জন্য সংগ্রহ করতে পারে নি। বাঙলাদেশের জনগণ কয়েকজন বিশ্বাসঘাতীর সাহায্যে একটা জগা-খিচুড়ি সরকারকে যে মেনে নেবে না যুক্তরাষ্ট্র ঐ ধরনের ঘৃণ্য কাজে লিপ্ত আছে।
রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত হল যে কারগিল রিপাের্ট যুক্তরাষ্ট্রের পক্ষে পাক সরকারকে বর্তমান অবস্থা থেকে মুক্ত করে আনা খুবই কষ্টসাধ্য।

সূত্র: কালান্তর, ১৬.৭.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!