আমেরিকা, ইরানের সহায়তায়
পূর্ণোদমে ইয়াহিয়া বাহিনীর যুদ্ধ-প্রস্তুতি
নয়াদিল্লী, ৯ অক্টোবর-আমেরিকা, ইরানের সহায়তায় ইয়াহিয়া বাহিনী পাকিস্তানের উভয় প্রান্তে পূর্ণোদ্যমে যুদ্ধ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। আই পি এর সংবাদে প্রকাশ, গত সপ্তাহে বাঙলাদেশের উত্তর খণ্ডে মুক্তিবাহিনী পাক বাহিনীর একটি গােপন বার্তা আড়ি পেতে সংগ্রহ করেছে। এই বার্তা অনুসারে, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সাতজন সদস্যবিশিষ্ট একটি উচ্চপদস্থ মার্কিন সামরিক বিশেষজ্ঞ দল ইসলামাবাদে এসে দেশের পশ্চিম ও পূর্ব প্রান্তে সামরিক বাহিনী রণনীতিগত দিক থেকে যেসব এলাকায় সৈন্য সমাবেশ করেছে, সেই সকল এলাকাগুলি ঘুরে দেখেছে। উল্লেখযােগ্য, এই বিশেষজ্ঞ দলে ছিলেন বিমান বাহিনীর দুজন বিশেষজ্ঞ এবং পাঁচজন মার্কিন স্থলবাহিনীর জেনারেল।
আই পি এ আরও জানাচ্ছে, এই বিশেষজ্ঞ দলটি পাকিস্তান ত্যাগ করার কয়েকদিনের মধ্যে ইরান পাকিস্তানকে এক স্কোয়াড্রন মার্কিন বােমারু বিমান সরবরাহ করতে রাজী হয়। মনে হয়, ইরান কর্তৃক পাকিস্তানকে নতুনভাবে যুদ্ধ বিমান সরবরাহ ছিল মার্কিন বিশেষজ্ঞদের “সরেজমিনে পর্যবেক্ষণ”-এর ফলশ্রুতি। প্রসঙ্গতঃ স্মরণযােগ্য, তেহেরানে সাম্প্রতিক ভ্রমণের সময় ইয়াহিয়া ইরানের কাছে কমপক্ষে এক স্কোয়াড্রন মার্কিন হাল্কা বােমারু বিমান সরবরাহের বিশেষ আবেদন জানিয়েছিল।
আই, পি, এ, সূত্র অনুযায়ী মুজিবনগরে বাঙলাদেশ সরকার গত কয়েকদিনে জানতে পেরেছেন পাকিস্তানের ক্ষমতাসীন সামরিক জুন্টা অবসরপ্রাপ্ত সকল সামরিক যােদ্ধাকে পুনরায় কার্যে নিযুক্ত করেছে। গত পাঁচ বছরের মধ্যে যে সকল অফিসার সামরিক বাহিনী থেকে অবসর নিয়েছিলেন তাঁদের ১০ অক্টোবরের আগে নিকটতম সামরিক কার্যালয়ে যােগাযােগ করতে বলা হয়েছে।…এই সংবাদে আরও প্রকাশ, বিদ্যুৎগতি আক্রমণের জন্য পাকিস্তানের স্থল বাহিনীর যে অংশটি অনুশীলন প্রাপ্ত সেই অংশকে সতর্ক করে দেয়া হয়েছে এবং নির্দেশ পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে আক্রমণে ঝাঁপিয়ে পড়ার আদেশ দেওয়া হয়েছে।
সূত্র: কালান্তর, ১০.১০.১৯৭১