You dont have javascript enabled! Please enable it! 1971.09.25 | পাক-ভারত উপমহাদেশে মার্কিন সাম্রাজ্যবাদের লুব্ধ দৃষ্টি পড়েছে | কালান্তর - সংগ্রামের নোটবুক

পাক-ভারত উপমহাদেশে মার্কিন সাম্রাজ্যবাদের লুব্ধ দৃষ্টি পড়েছে

ভারতীয় উপমহাদেশের উপর বহুদিন আগেই নানা কৌশলে ভারত ও পাকিস্তানে সে তার প্রভাব বিস্তার করেছে। তথাপি স্বাধীন ভারতের জাগ্রত জনগণের প্রতিবােধ তার আকাঙ্খ পূরণের পথে মস্ত বাধা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের জনগণও মার্কিন সাম্রাজ্যবাদকে চিনে ফেলেছে। পাকিস্তানের সমর গােষ্ঠী গােড়া থেকেই সাম্রাজ্যবাদের উপর নির্ভরশীল। এবং পূর্ণ সুযােগ সাম্রাজ্যবাদীরা গ্রহণ করেছে। পশ্চিম এশিয়ায় ইজরায়েলের মতাে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানকে সাম্রাজ্যবাদ তার হাতিয়ার রূপে ব্যবহার করছে। ভারতের সঙ্গে পাকিস্তানের বিরােধ ও সংঘর্ষ ঘটিয়ে ভারতে প্রতিক্রিয়াশীলদের ক্ষমতাসীন করার এবং উভয় দেশকে কবজার মধ্যে আনবার জন্য সাম্রাজ্যবাদ নানাভাবে চেষ্টা করছে পূর্ব পাকিস্তানে বাঙালী জাতির জাগরণ এবং মার্কিন সাম্রাজ্যবাদের সাকরেদ পশ্চিম পাকিস্তানী শাসক চক্রের বিরুদ্ধে বাঙলাদেশের জনগণের অভ্যুত্থান মার্কিন সাম্রাজ্যবাদীদের টনক নড়িয়ে দিয়েছে। পশ্চিম পাকিস্তানের একান্ত বশম্ব কায়েমী স্বার্থের প্রতিভূ ইয়াহিয়া চক্রকে রক্ষার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ প্রাণপণে চেষ্টা করেছে। ইয়াহিয়া চক্রের সাহায্যে পাক ভারত উপমহাদেশে যুদ্ধের আগুন জ্বালাবার ঘৃণ্য চক্রান্ত মার্কিন সাম্রাজ্যবাদীরা এখন লিপ্ত।

সূত্র: কালান্তর, ২৫.৯.১৯৭১