You dont have javascript enabled! Please enable it!

প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূতের ভীতি

ভারতস্থ প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত জন কেনেথ গলব্রেথ মহাশয় চাকুরি হারাবার পর সুবুদ্ধির পরিচয় দিচ্ছেন। তিনি সাংবাদিকদের বলেছেন—‘একটি জেনারেশনের পক্ষে একটা ভিয়েতনামই যথেষ্ট।’ বাঙলাদেশের অপর এক ভিয়েতনাম সৃষ্টি হােক তা তিনি চান না। কিন্তু তিনি যাই বলুন না কেন মার্কিন সাম্রাজ্যবাদের নীতিই ভিন্ন রকমের। সমস্ত সদ্যস্বাধীন দেশের রাজনৈতিক স্বাধীনতা অপহরণের জন্য যদি ভিয়েতনাম সৃষ্টি করা সম্ভব হত তা হলে মার্কিন সাম্রাজ্যবাদ তাতে দ্বিধা করত না কারণ এটা সাম্রাজ্যবাদেরই ধর্ম। কিন্তু প্রশ্নটা সহজ নয়। ভিয়েতনামের সগ্রামী মানুষদের পরিচয় গলব্রেথ সাহেবের প্রভুরা পেয়েছেন। কেবল পরিচয় পান নি, ভিয়েতনাম যুদ্ধে তারা গত ১৯৬৫-৭০ সালের মধ্যে বার হাজার কোটি ডলার খরচ করেছেন। তার ধাক্কায় ডলার বিশ্ব বাজারে মান মর্যাদা হারিয়ে ত্রাহি ত্রাহি রব ছাড়ছে। অতএব আর একটি ভিয়েতনাম হােক-এটা চাইবেন কেন মিঃ গলব্রেথ।
কিন্তু না চাইলেও বিপদ। না চাইলে যে বাঙলাদেশের মানুষ ইয়াহিয়াকে ফুৎকারে উড়িয়ে দিয়ে স্বাধীন বাঙলা প্রতিষ্ঠিত করবে। অতএব বাঙলাদেশকেও ভিয়েতনামে পরিণত করতে হবে। তার জন্য পাকিস্তানকে এত অর্থ সাহায্য। ভিয়েতনামে মার্কিন সাম্রাজ্যবাদের পরাজয়ের গ্লানিতে বােধহয় মিঃ গলব্রেথের মর্মবেদনা উপস্থিত হয়েছে। তার জন্যই তিনি বলেছেন একটা জেনারেশনের পক্ষে একটা ভিয়েতনামই যথেষ্ট।

সূত্র: কালান্তর, ১৪.৯.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!