মুক্তিযোেদ্ধাদের মধ্যে ভাঙ্গণ সৃষ্টির নয়া মার্কিন কৌশলে নিউজউইক’
নিউইয়র্ক, ১৫ নভেম্বর (এ পি)-‘নিউজউইক’ বলেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধবে কিনা এ বিষয়ে ওয়াশিংটনে যারা মতামত দিচ্ছে তাদের অধিকাংশই যুদ্ধ বাধবে বলেই মনে করে।
“শেষ মুহুর্তের কূটনৈতিক পদক্ষেপের উপরই শান্তির আশাটি ঝুলছে”-এমন একটা ধারণা প্রকাশ করে ঐসব মহল সামরিক দিক দিয়ে ভারতের অবস্থানই অনুকূলে রয়েছে বলেও মনে করেন।
বিদ্রোহী পূর্ববঙ্গ থেকে তাদের এক সংবাদদাতা প্রেরিত সংবাদে সাপ্তাহিকটি গতকাল বলেছে, মুক্তি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানী সৈন্যরা হারছে। সংবাদ হচ্ছে, মুক্তিবাহিনীতে এখন প্রায় এক লক্ষ জওয়ান রয়েছে।
আবদুল মান্নান নামক জনৈক গেরিলা নেতার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি বলেছে : “আমাদের কোন কমিউনিস্ট নেতা নেই। আমরা যখন জয়লাভ করব তখন প্রকৃত গণতন্ত্র লাভ করা যাবে। স্বভাবতই আমাদের ব্যবস্থা হবে সমাজতান্ত্রিক তবে তা কোনক্রমেই কমিউনিস্ট ব্যবস্থা হবে না।”
সাপ্তাহিকটি আরও বলেছে সীমান্তে ভারতীয় সৈন্যবাহিনী সমবেত করার ফলে মুক্তিবাহিনীর সুবিধা হয়েছে, কারণ তারাই পাক সৈন্যবাহিনীর প্রায় অর্ধেক অংশকে সীমান্তে আবদ্ধ করে রেখেছে।
সূত্র: কালান্তর, ১৬.১১.১৯৭১