You dont have javascript enabled! Please enable it! 1971.11.15 | নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনও মার্কিন অস্ত্র আসছে | কালান্তর - সংগ্রামের নোটবুক

নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনও মার্কিন অস্ত্র আসছে
নিউইয়র্ক টাইমস্

নয়াদিল্লী, ১২ নভেম্বর-পাকিস্তান অস্ত্র সরবরাহের উপর মার্কিন সরকারে নিষেধাজ্ঞা কতটুকু কড়াকড়ির সঙ্গে কার্যকর করা হচ্ছে? এ প্রশ্ন তুলে মার্কিন দেশের পত্রিকা নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এখনও মার্কিন অস্ত্র পাকিস্তানে যাচ্ছে।
ইউ এন আই জানাচ্ছে, পত্রিকাটির এক সম্পাদকীয়তে বলা হয়, পূর্ব পাকিস্তানে দমন শুরু হওয়ার কিছুদিন পর মার্কিন সরকার পাকিস্তানী শাসকদের অস্ত্র সরবরাহের উপর ঐ নিষেধাজ্ঞা জারী করে। এতে মনে হতে পারে পাকিস্তানে মার্কিন অস্ত্র সরবরাহ সম্পূর্ণ বাতিল করা হল।
“কিন্তু আসলে ডককর্মী ধর্মঘট মিটে গেলেই এক লক্ষ ৬০ হাজার ডলার মূল্যের যন্ত্রাংশ জাহাজে ভর্তি হবে বলে অপেক্ষা করছে। এবং এ ব্যাপারে মার্কিন সমর দপ্তর পেন্টাগণ’-এর কাজকর্ম মােটেই প্রশংসনীয় নয়।”
পত্রিকাটির মতে, “মার্কিন যুক্তরাষ্ট্র ঘাতকদের অস্ত্র যােগান চালিয়ে যাচ্ছে।”
অতিরিক্ত মার্কিন ঋণ
রেডিও পাকিস্তান জানিয়েছে, সিন্ধ বেসিন প্রকল্পর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ৫ কোটি ১৭ লক্ষ টাকা অতিরিক্ত ঋণ হিসেবে দেবে।

সূত্র: কালান্তর, ১৫.১১.১৯৭১