You dont have javascript enabled! Please enable it!

কূটনীতিক বিনিময়ে পাকিস্তান উ-থান্টের মধ্যস্থা মানবে

রাষ্ট্রসংঘ, ১৭ জুন (এ পি)—পাক-সরকার ঘােষণা করেছেন যে, কলকাতাস্থ পাক-কূটনীতিক ও ঢাকার ভারতীয় কূটনীতিক কর্মচারীদের বিনিময় করার জন্য রাষ্ট্র সংঘের মহাসচিব উ-থান্টের মধ্যস্থতা তাঁরা মেনে নেবেন।
রাষ্ট্রসংঘে পাকিস্তানী রাষ্ট্রদূত শ্ৰীআগা শাহী গত মঙ্গলবার এই মর্মে যে পত্র থান্টের কাছে দিয়েছেন গতকাল তিনি তার বয়ান প্রকাশ করলে এ কথা জানা যায়।
ভারতীয় রাষ্ট্রদূত শ্ৰীসমর সেন ঢাকায় ভারতীয় দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারদের দ্রুত ফিরিয়ে আনার জন্য গত ৮ জুন উ-থান্টের মধ্যস্থতার আবেদন জানান।

সূত্র: কালান্তর, ১৮.৬.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!