You dont have javascript enabled! Please enable it!

পাকিস্তানে সকল সামরিক সাহায্য বন্ধ করুন
মার্কিন যুক্তরাষ্ট্র ও বৃটেনের কাছে বিশ্ব শান্তি সংসদের দাবি
(বিশেষ প্রতিনিধি)

হেলসিঙ্কি, ১৬ জুন-বিশ্ব শান্তি সংসদের সম্পাদকমণ্ডলী আজ মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন ও অন্যান্য কয়েকটি রাষ্ট্রের কাছে এই মর্মে দাবি জানিয়েছেন যে, তারা যেন পাকিস্তানকে সকল সামরিক ও অপরাপর সাহায্য আর না দেন।
শেখ মুজিবর রহমানের মুক্তি সুনিশ্চিত করার জন্য সম্পাদক-মণ্ডলী বৃহৎ রাষ্ট্রগুলিকে উদ্যোগ নিতেও অনুরােধ করেছে।
বাঙলাদেশের শরণার্থী প্রসঙ্গে বিশ্বের রাষ্ট্রগুলির সরকারদের কাছে এক আবেদনে সম্পাদকমণ্ডলী জানিয়েছে, “যারা মানবিকতার নীতিসমূহেক শ্রদ্ধা করেন তাঁদের প্রত্যেকের উচিত পাকিস্তান কর্তৃপক্ষের কাছে এমন অবস্থা সৃষ্টির দাবি করা যাতে শরণার্থীরা তাদের স্বদেশে ব্যক্তিগত নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করার সম্ভাবনার প্রতিশ্রুতিসহ ফিরে যেতে পারেন। শান্তি সংসদের হিসাবে ছয় মাসে শরণার্থীদের জন্য ত্রাণ কার্যে ৩৩০ কোটি ডলার ব্যয় হবে।
সম্পাদকমণ্ডলী পাকিস্তান সরকারকে বাঙলাদেশ থেকে সৈন্য প্রত্যাহার করে জনগণ কর্তৃক গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা প্রত্যার্পণের দাবি করেছেন। তাছাড়া সকল জাতীয় শান্তি কমিটিকে বাঙলাদেশের সংগ্রামের সাহায্যে সক্রিয় উদ্যোগ গ্রহণেরও ডাক দেওয়া হয়েছে।

সূত্র: কালান্তর, ১৭.৬.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!