You dont have javascript enabled! Please enable it! 1971.07.26 | মুজিবের মুক্তির জন্য উথান্টকে হস্তক্ষেপের আবেদন | কালান্তর - সংগ্রামের নোটবুক

মুজিবের মুক্তির জন্য উথান্টকে হস্তক্ষেপের আবেদন

রাষ্ট্রসংঘ, ২৫ জুলাই (এ পি)-শেখ মুজিবর রহমানকে অবিলম্বে মুক্তিদানের জন্য রাষ্ট্রসংঘের মহাসচিব শ্রীউ-থান্টকে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে গতকাল এখানে এক আবেদনপত্র পেশ করা হয়েছে।
বাঙলাদেশ লীগ অফ আমেরিকার কর্মচারীরা গতকাল ঐ আবেদনপত্রটি পেশ করেন।
গত সপ্তাহে একটি পত্রিকায় প্রকাশিত ইয়াহিয়া খানের মন্তব্য থেকে ঐ আবেদন পত্রটিতে উদ্ধৃতি দেওয়া হয়েছে। ইয়াহিয়ার ঐ মন্তব্যে বলা হয়েছে, গােপন সামরিক আদালতে বে-আইনী আওয়ামী লীগের বন্দী নেতা শেখ মুজিবরের বিচার করা হবে।
ঐ আবেদন পত্রে বলা হয়েছে যে, ইয়াহিয়ার ঐ ঘােষণার ফলে শেখ মুজিবরের মানবিক অধিকার ভঙ্গ করা হয়েছে এবং তাঁর জীবন বিপন্ন হয়ে উঠেছে।

সূত্র: কালান্তর, ২৬.৭.১৯৭১