২৭ আগষ্ট ১৯৭১ লন্ডনে বাংলাদেশের মিশন
এ দিন লন্ডনে ২৪ প্রেসব্রিজ গার্ডন্সে বিচারপতি আবু সাইদ চৌধুরীর নেতৃত্ব স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় মিশন উদ্বোধন হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে বাঙালী কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল ফাতেহ, মহিউদ্দিন আহমদ, লুৎফুল মতিন, আব্দুর রউফ, মহিউদ্দিন চৌধুরী, আব্দুস সালাম, এক এম নূরুল হুদা ও ফজলুল হক চৌধুরী। উল্লেখ্য, ইতোপূর্বে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের দস্তখত সম্বলিত ‘লেটার অব ক্রেডিন্স’ বিচারপতি চৌধুরীকে মুজিব নগর থেকে প্রেরণ করা হয়। দূতাবাস উদ্ধোধনের পর ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন সদস্য বাংলাদেশের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।