You dont have javascript enabled! Please enable it! 1971.10.16 | পূর্ববঙ্গে ফলদায়ী রাজনৈতিক সমাধানের জন্য রজার্সের আবেদন | কালান্তর - সংগ্রামের নোটবুক

পূর্ববঙ্গে ফলদায়ী রাজনৈতিক সমাধানের জন্য রজার্সের আবেদন

জাতিসংঘ (নিউ ইয়র্ক), ৫ অক্টোবর-মার্কিন পররাষ্ট্রসচিব উইলিয়ম রজার্স পূর্ববঙ্গে ফলদায়ী রাজনৈতিক সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়েছেন।
গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তৃতাদানকালে তিনি বলেন, ভারতে শরণার্থী আগমন সহ পূর্ববঙ্গের ঘটনাবলী দক্ষিণ এশিয়ার শান্তির প্রতি বিপদ হিসেবে দেখা দিয়েছে। জীবনরক্ষা ও সেদেশে শান্তি ফিরিয়ে আনার জন্য তিনটি কর্মসূচী তিনি তুলে ধরেন।
সেগুলি হল :
-উপ-মহাদেশের তুষ্ণীভাব বজায় রাখতে হবে;
–পূর্ব পাকিস্তানে ফলদায়ী রাজনৈতিক সমাধানের জন্য গৃহীত উদ্যোগ কার্যকর করতে হবে;
-দুর্ভিক্ষের মােকাবিলা করার জন্য এবং শরণার্থীদের নিজ গৃহে ফিরে যাওয়ার উপযােগী পরিস্থিতি সৃষ্টি করতে আন্তর্জাতিক সহযােগিতা কর্মসূচী বাড়াতে হবে।
বাঙলাদেশ ও ভারত পাক অপপ্রচার
জাতিসঙ্ঘ প্রত্যাগত ন্যাপ নেতা মােজাফফর
মুজিবনগর, ১৫ অক্টোবর সম্পর্ক পাকিস্তান অপপ্রচার ব্যাপারে ভারতের হস্তক্ষেপ জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশন মধ্যে প্রভাব বিস্তার করতে জাতিসংঘের প্রতিনিধিদলের অন্যতম সদস্য অধ্যাপক মােজাফফর আমেদ নিউইয়র্ক থেকে ফিরে এসে আজ এখানে উপরােক্ত বক্তব্য রাখেন।
ন্যাশনাল আওয়ামী পার্টির (ওয়ালি-মােজাফফর গ্রুপ) সভাপতি অধ্যাপক আমেদ এক সাক্ষাৎকারে বলেন যে, জাতিসংঘের অধিকাংশ প্রতিনিধিরাই বাঙলাদেশ সমস্যাকে পাকিস্তানের আভ্যন্তরীণ সমস্যা বলে পাকিস্তানী অপপ্রচার বিশ্বাস করেন না।

সূত্র: কালান্তর, ১৬.১০.১৯৭১