You dont have javascript enabled! Please enable it!

জাতিসংঘ পর্যবেক্ষকরা সাম্রাজ্যবাদের পক্ষে কাজ করে
-কামরুল

মুজিব নগর, ২ ডিসেম্বর (ইউ-এন)-বাঙলাদেশ সম্পর্কে জাতিসংঘ পর্যবেক্ষকদের বিবরণী সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিকদেরই স্বার্থরক্ষা করছে। বাঙলাদেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র সরকারের পররাষ্ট্রমন্ত্রী খােন্দকার মােস্তাক আমেদ আজ একথা ঘােষণা করে এক বিবৃতিতে বলেন, বাঙলাদেশে জাতিসংঘ পরিদর্শক বসানাের প্রচেষ্টার সার্বিক বিরােধিতা করা হবে।
তিনি বলেন, জাতিসংঘকে ঘিরে পাকিস্তান ও তাদের বন্ধুরা সম্প্রতি যে ‘দ্বিপক্ষীয় কূটনীতি শুরু করেছে তা সগ্রাম ও জয়ে দৃঢ় প্রতিজ্ঞ লক্ষ লক্ষ মানুষের শক্তিকে ছােট করে দেখার সামিল ছাড়া কিছু নয়। মিঃ আমেদের দৃঢ় বক্তব্য, “জনগণের সংগ্রাম বিশ্বের সর্বত্র জয়ী হয়েছে এবং বাঙলাদেশে আবার সেই সংগ্রাম জয়লাভ করবে।”

সূত্র: কালান্তর, ৩.১২.১৯৭১