রাষ্ট্রসংঘ বিমান আর ঢাকা যেতে দেওয়া হবে না
নয়াদিল্লী, ৮ ডিসেম্বর (ইউ এন আই)-ঢাকায় অবরুদ্ধ রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের স্থানান্তরণের সুবিধার্থে ৬ ঘণ্টার যুদ্ধবিরতির জন্য রাষ্ট্রসংঘের দিল্লীস্থ প্রতিনিধি আবারও ভারতের কাছে আবেদন করেছে। জবাবে প্রতিরক্ষা সচিব জানিয়েছেন যে, জাতিসংঘের বিমানকে এবার সরাসরি ঢাকায় যেতে দেওয়া হবে না। বিমানটিকে প্রথমে কলকাতায় আসতে হবে। ঢাকা-কলকাতার মধ্যে হেলিকপ্টার যাতায়াত করতে দেওয়া হবে।
ইতিপূর্বে রাষ্ট্রসংঘের অনুরােধে ভারত তার বিমান বাহিনীকে নির্দেশ দিয়েছিল ঢাকায় অবরুদ্ধ রাষ্ট্রসংঘ প্রতিনিধিদের স্থানান্তরণের সময় যাতে ঢাকায় বিমান আক্রমণ না করা হয়। ভারতীয় বিমান বাহিনী ঐ নির্দেশ যথাযথভাবে পালন করেছে। কিন্তু জাতিসংঘের বিমান ঢাকা বিমান বন্দরে অবতরণ না করে ব্যাঙ্কক ফিরে গেছে। বিমানের পাইলট জানিয়েছেন তার বিমানের ঢাকায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল। এবং তারই সুযােগ নিয়ে কিছু রাষ্ট্রসংঘ অফিসার ও কয়েকটি দেশের সরকার ভারতকে আক্রমণকারী দেশ বলে নিন্দাবাদ করেন। যদিও জাতিসংঘ বিমানটি অক্ষত অবস্থায় ব্যাংকক ফিরে গেছে।
ভারতের প্রতিরক্ষা সচিব রাষ্ট্র সংঘ প্রতিনিধিকে জানিয়েছেন যে, জাতিসংঘের বিমানকে কলকাতায় হেলিকপ্টারসহ আসতে হবে।
সূত্র: কালান্তর, ৯.১২.১৯৭১