অপহৃত সৈন্যদের ফিরিয়ে দেওয়ার দাবিতে পাক-হাই-কমিশনের কাছে ভারতের কড়া নােট
নয়াদিল্লী, ১২ এপ্রিল (ইউ এন আই)-ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর ৩ জন সৈন্য অপহরণের প্রতিবাদে ভারত সরকার পাকিস্তান হাইকমিশনের কাছে এক কড়া নােট পাঠিয়েছে। নােটে পাক-বাহিনীর ঐ কাজকে উদ্ধত কার্যকলাপ বলে অভিহিত করে অবিলম্বে অপহৃত সৈন্যদের ভারতে ফিরিয়ে দেওয়ার দাবি করা হয়েছে।
পাকিস্তান হাই-কমিশনকে প্রদত্ত ঐ নােটে পাকিস্তান সরকারের কাছে এই মর্মে অনুরােধ করা হয়েছে। যে ভারতীয় সীমান্ত থেকে ঐ ধরনের উদ্ধত কার্যকলাপ বন্ধ করার জন্য পাক-বাহিনীর প্রতি নির্দেশ দেওয়া হােক।
প্রসঙ্গত উল্লেখযােগ্য যে গত ৯ এপ্রিল সর্বশ্রী পঞ্চা রাম, মােহনলাল ও সালিগ্রাম ভারত-পাক সীমান্তের বনগাঁ অঞ্চলে স্বাভাবিক পর্যায়ে টহল দেওয়ার সময় পাক-বাহিনী অতর্কিতে তাদের অপহরণ করে।
পূর্ববঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অনুপ্রবেশ সংক্রান্ত পাক অভিযােগ অস্বীকার করে জনৈক সরকারী মুখপাত্র আজ এক বিবৃতি দিয়েছেন। ঐ অভিযােগ পাক রেডিও ও বি বি সি মারফত প্রচার করা হয়।
সূত্র: কালান্তর, ১৩.৪.১৯৭১