পাক সৈন্যদের শয়তানী
(সীমান্ত সফররত ষ্টাফ রিপাের্টার)
বনগাঁ, ৪ এপ্রিল—এক সপ্তাহ কাল মুক্তি ফৌজের দ্বারা যশাের ক্যানটনমেন্টে অবরুদ্ধ থাকার পর পাক সৈন্যরা গতকাল বিকেলে নির্লজ্জ শয়তানী করে ১৫/১৬ জন মুক্তিফৌজের জীবন কেড়ে নিয়েছে।
সীমান্তের ওপারে বেনাপােল বাজারে যশাের প্রত্যাগত জনৈক মুক্তি ফৌজ জানালেন সেই চরম শয়তানীর কাহিনী।
শনিবার বিকেলে পাক সৈন্যরা শ্বেত পতাকা উড়িয়ে ক্যান্টনমেন্টের অবরােধের বাইরে এসে মুক্তি ফৌজের উপর গুলি চালায়। ফলে ১৫/১৬ জন নিহত হন।
আজ সকালে মুক্তিফৌজের পক্ষ থেকে ক্যান্টনমেন্টের উপর প্রবল আক্রমণ চালানাে হয়। দুপুর পর্যন্ত সংবাদ সত্তর থেকে পঁচাত্তর জন পাক সেনা মুক্তি ফৌজের আক্রমণে নিহত হয়েছেন।
পাকিস্তান নৌ-অফিসারদের ছুটি বাতিল, কাজে যােগদানের নির্দেশ
নয়াদিল্লী, ৪ এপ্রিল (ইউ এন আই)-জঙ্গী শাহীর নৌ হেড কোয়ার্টার থেকে আজ সমস্ত নৌ কর্মী ও অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে ছুটি বাতিল করে চট্টগ্রাম বা ঢাকা ক্যান্টনমেন্টে কাজে যােগ দিন। পাক বেতারের ঢাকা কেন্দ্র থেকে এ নির্দেশ প্রচার করা হয়েছে।
সূত্র: কালান্তর, ৫.৪.১৯৭১