You dont have javascript enabled! Please enable it! 1971.12.15 | নিরাপত্তা পরিষদে ইটালী-জাপানের প্রস্তাব ভারত পর্যালােচনা করে দেখবে | কালান্তর - সংগ্রামের নোটবুক

নিরাপত্তা পরিষদে ইটালী-জাপানের প্রস্তাব ভারত পর্যালােচনা করে দেখবে

জাতিসংঘ, ১৪ ডিসেম্বর-পাক ভারত সংঘর্ষ সম্পর্কে ইতালী ও জাপানের নয় দফার প্রস্তাবটির আলােচনা আজ গভীর রাতে শুরু হবে। এ-পি জানাচ্ছে, প্রস্তাবে সমস্যার সম্ভাব্য রাজনৈতিক সমাধানের জন্য অবিলম্বে আলােচনা শুরুর প্রথম পদক্ষেপ হিসেবে যুদ্ধবিরতির এবং উভয়ের এলাকা থেকে সৈন্য প্রত্যাহার ও সংঘর্ষ বন্ধের জন্য বলা হয়েছে। জাতিসংঘে সােভিয়েত প্রতিনিধি জ্যাকব মালিক প্রস্তাবটিকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং বলেছেন, পরিষদের বৈঠক শুরুর পূর্বে ভারতীয় প্রতিনিধিদল প্রস্তাবটি পর্যালােচনা করে দেখবে। পাকিস্তানী প্রতিনিধি আগা শাহী প্রস্তাবটিকে গ্রহণের অযােগ্য’ আখ্যা দিয়েছেন। শ্রীসিং বলেন সঙ্গে সঙ্গে ভারত গ্রহণ করবে তা নয়। তবে আমরা পর্যালােচনা করে দেখবাে।

সূত্র: কালান্তর, ১৫.১২.১৯৭১