পাক-ভারত যুদ্ধ বিরতির প্রশ্নে
জাতিসংঘে আর্জেন্টিনার প্রস্তাব পাস
ভারত-সােভিয়েত ও কিউবা সমেত ১১টি রাষ্ট্রের বিরােধিতা
জাতিসংঘ, ৮ ডিসেম্বর-(এ পি) আজ সকালে জাতিসংঘ সাধারণ পরিষদে আর্জেন্টিনা প্রমুখ ৩১টি দেশের তরফ থেকে আনা একটি প্রস্তাব গৃহীত হয়েছে। তাতে পাকিস্তান ও ভারত উভয় দেশকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে এবং তাদের সৈন্যবাহিনী সরিয়ে নিতে বলা হয়েছে। সােভিয়েত ইউনিয়ন, পােল্যান্ড, হাঙ্গেরি, বুলগারিয়া প্রমুখ সমাজতান্ত্রিক দেশগুলি এবং ভারত ও ভুটান সমেত ১১টি দেশ প্রস্তাবের বিরােধিতা করে। পক্ষান্তরে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন সমেত ১০৪ টি দেশ প্রস্তাবের পক্ষে ভােটগ্রহণ কিন্তু বৃটেন ও ফ্রান্স সমেত ১০টি দেশ ভােট দানে বিরত থাকে।
সাধারণ পরিষদের ভােটাভুটির পর এ বিষয়ে মতামত প্রকাশ করতে অনুরােধ জানালে ভারতের পররাষ্ট্র প্রভাবিত প্রস্তাবের বিরােধিতা করেছে তাদের মধ্যে ইউক্রেন, বাইলােরুশিয়া, বুলগারিয়া, চেকোশ্লোভাকিয়া, হাঙ্গেরী, মঙ্গোলিয়া এবং পােল্যান্ড ছাড়া কিউবাও রয়েছে।
সূত্র: কালান্তর, ৯.১২.১৯৭১