ভারতীয় নাগরিকদের উপর পাক আক্রমণের প্রতিবাদে
ভারত সরকারের হুঁশিয়ারি
নয়াদিল্লী, ১৬ এপ্রিল (ইউ এন আই)-ভারত কড়া ভাষায় ইসলামাবাদকে হুঁশিয়ার করে দিয়ে বলছে পাক ফৌজরা বিনা প্ররােচনায় ভারতের অভ্যন্তরে ভারতীয় নাগরিকদের উপর যে আক্রমণ চালাচ্ছে তা বরদাস্ত করা হবে না।
গতকাল দিল্লীতে পাকিস্তান হাইকমিশনের কাছে প্রেরিত এক নােটে ভারত পাক সামরিক সরকারের উষ্কানিমূলক কাজের তীব্র প্রতিবাদ জানিয়ে উপরােক্ত মর্মে হুঁশিয়ারি দিয়ে বলেছে-অবিলম্বে এই আক্রমণ বন্ধ করা না হলে তার অবশ্যম্ভাবী ফলের জন্য পাক-সরকারকে পুরােপুরি দায়ী থাকতে হবে।
ভারতীয় নােটে এ পর্যন্ত কত জন ভারতীয় নাগরিক আহত হয়েছে তার উল্লেখ না থাকলেও জানা গেছে অন্যূন ৩ জন এ পর্যন্ত আহত হয়েছে।
নােটে বলা হয়েছে বাঙলা দেশের দিনাজপুরে যেসব পাকিস্তানী ফৌজ আস্তানা পেতেছে তারা হালকা মেসিনগান ও মাঝারি পাল্লার কামান থেকে ভারতীয় সীমান্তের মধ্যে তােপ দাগছে, ভারতীয় অঞ্চলের মধ্যে সমজিয়া গ্রামটিতে বেশ কয়েকবার তােপ দাগা হয়েছে বলে নােটে উল্লেখ করা হয়েছে।
নােটে আরাে উল্লেখ করা হয়েছে ত্রিপুরা বিবির বাজারের সামনে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় প্রচুর পাক সৈন্য মােতায়েন করা হয়েছে—এখানে থেকে তারা ভারতীয় সীমানায় বার বার আক্রমণ চালাচ্ছে—এবং এই আক্রমণে ভারতীয় নাগরিকরা আহত হয়েছেন।
নােটে অবিলম্বে এই ফৌজি হামলা বন্ধ করার দাবি জানিয়ে বলা হয়েছে, বিনা প্ররােচনায় যদি এই উস্কানিমূলক সামরিক হুমকি ও আক্রমণ চলতে থাকে ভারত সে ক্ষেত্রে চুপ করে বসে থাকবে না এবং এর অনিবার্য ফলের জন্য পাকিস্তান পুরােপুরি দায়ী হবে।
সূত্র: কালান্তর, ১৭.৪.১৯৭১