কাকডাঙার সংঘর্ষে ৩৫ জন খান সেনা খতম
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ১৯ সেপ্টেম্বর-আজ এখানে বসিরহাট মহকুমার হাকিমপুর থেকে প্রাপ্ত সংবাদে জানা গেল, গতকাল খুলনা জেলার সাতক্ষীরা ও কলারােয়া থানায় খান সেনাদের সঙ্গে মুক্তিবাহিনীর প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। সীমান্ত থেকে তিন মাইল অভ্যন্তরে কাকডাঙায় অনুরূপ এক সংঘর্ষে মুক্তিবাহিনী ৩৫ জন খান সেনাকে খতম করেছে।
উল্লেখযােগ্য, ওপারের গােয়ালছাতর গ্রামে পাক বাহিনী বর্তমানে ঘাঁটি গেড়েছে। ওখান থেকেই খান সেনারা কাকডাঙায় এসে মুক্তি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত মুক্তিবাহিনী ১১ জন রাজাকার, ১৯ জন খান সেনা, ১ জন চৌকিদারকে গ্রেপ্তার করেছে বলে জানা গেল।
হাকিমপুরে গুলিবর্ষণে দুজন আহত
আজ হাকিমপুরের দাসপাড়ায় পাকবাহিনীর গােলাগুলি বর্ষণে দুজন বাসিন্দা আহত হয়েছেন। এদের একজনের পায়ে এবং অপরজনের হাতে আঘাত লেগেছে।
আজ হাকিমপুরে চারটি মর্টারের শেল এসে পড়েছে। তাছাড়া মেশিনগান ও রাইফেলের ১২/১৪ টি গুলিও কয়েকটি বাড়ির দেওয়ালে এসে লাগে। একটি মসজিদের বারান্দাতে ৮/১০ টি গুলি এসে আঘাত করেছিল।
সূত্র: কালান্তর, ২০.৯.১৯৭১