You dont have javascript enabled! Please enable it!

বেলুচ রেজিমেন্টের অসহযােগিতা

আগরতলা, ২৫ এপ্রিল (ইউ এন আই)-বাঙলাদেশের মুক্তিযুদ্ধ দমনের কাজে পাকসরকার বেলুচ রেজিমেন্টের কাছ থেকে সহযােগিতা পাচ্ছে না।
ওপার বাঙলা থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে যে, বেলুচ রেজিমেন্টের মধ্যে ক্রমশই পাক-সরকার বিরােধী বিক্ষোভ দানা বেঁধে উঠেছে। ঐ রেজিমেন্টের সৈন্যরা মাসিক বেতন না পাওয়ায় অন্যান্য সৈন্যদলের ব্যারাকগুলিতে ঢুকে লুঠপাট করছে। এই সব ঘটনা বিশেষ করে ঢাকায় ঘটতে শুরু করেছে।
ঢাকা রক্ষার প্রশ্নে পাক সামরিক প্রশাসন বেলুচ রেজিমেন্টের উপর ভরসা করতে না পেরে খাইবার রাইফেলসকে ঐ কাজে নিযুক্ত করা করেছে।

সূত্র: কালান্তর, ২৬.৪.১৯৭১