You dont have javascript enabled! Please enable it! 1971.09.17 | ত্রিপুরায় পাক গােলায় ৩ জন ভারতীয় নিহত | কালান্তর - সংগ্রামের নোটবুক

ত্রিপুরায় পাক গােলায় ৩ জন ভারতীয় নিহত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর (ইউ এন আই)-ত্রিপুরার এম এল এ শ্রীএস সি দত্ত জানিয়েছেন পাকিস্তান সৈন্যবাহিনীর গােলাবর্ষণে আজ সীমান্ত সহর কমলপুরে তিনজন ভারতীয় নাগরিক নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
শিকারপুরে পাক-গােলা কৃষ্ণনগর থেকে ৯৫ কিলােমিটার দূরে শিকারপুরে গত সন্ধ্যায় পাকবাহিনী গােলাবর্ষণ করে। সরকারীসূত্রে এ সংবাদ পাওয়া গেল। কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
একই দিন এই ঘটনার কিছু আগে শিকারপুরে পাকিস্তান সৈন্য ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গােলা বিনিময় হয়। ফলে তি: জন পাকসৈন্য নিহত। আরাে কয়েকজন আহত হয়।

সূত্র: কালান্তর, ১৭.৯.১৯৭১