You dont have javascript enabled! Please enable it! 1971.09.18 | শতাধিক পাক-গুপ্তচর গ্রেপ্তার | কালান্তর - সংগ্রামের নোটবুক

শতাধিক পাক-গুপ্তচর গ্রেপ্তার
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১৭ সেপ্টেম্বর রাজ্য সরকারের জনৈক মুখপাত্র জানান যে, পাক সামরিক কর্তপক্ষের হয়ে। গুপ্তচরবৃত্তি চালানাের অভিযােগে ওপার বাঙলার শতাধিক ব্যক্তিকে “বৈদেশিক আইনে গ্রেপ্তার করা হয়েছে। ঐ মুখপাত্র জানান, পাক নাশকতামূলক কাজ প্রতিরােধের জন্য রাজ্যের সীমান্তবর্তী জেলাসমূহে রেলসহ সকলেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছেন। ঐ মুখপাত্র জানান, রাতে কয়েকটি স্থানে প্রহরী ট্রেন চালু হয়েছে।

সূত্র: কালান্তর, ১৮.৯.১৯৭১

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!