আগরতলায় কার্ফু
আগরতলা, ১৪ অক্টোবর-(ইউ এন আই) আগরতলা বিমান বন্দর সহ আগরতলা শহর ও শহরাঞ্চলে সাড়ে ছয় ঘণ্টা ব্যাপী কার্টু জারী করা হয়েছে।
আজ রাত্রি ৯-৩০ থেকে কাফু কার্যকর হবে এবং ২ দিন কাফুর আদেশ বলবৎ থাকবে। এলাকার শান্তিভঙ্গের আশঙ্কায় কাফুর আদেশ জারী করা হয়েছে।
সূত্র: কালান্তর, ১৫.১০.১৯৭১