You dont have javascript enabled! Please enable it! 1971.09.29 | ভারতীয় সীমান্ত ফাঁড়িতে পাকিস্তানী গান বােটের হামলা প্রতিহত | কালান্তর - সংগ্রামের নোটবুক

ভারতীয় সীমান্ত ফাঁড়িতে পাকিস্তানী গান বােটের হামলা প্রতিহত

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (ইউ এন আই)-আজ ২৪ পরগনার কালিন্দী নদীতে একটি পাকিস্তান গাণবােট ও তিন বােট বােঝাই পাকিস্তানী সৈন্য হঠাৎ এসে সামশেরনগর সীমান্ত ফাঁড়ির উপর আক্রমণ চালালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী হানাদারদের মােকাবিলা করে তাদের হঠিয়ে দেয়।
এখানে প্রাপ্ত ঐ সংবাদে জানানাে হয়েছে যে, বেলা পৌনে দুটো নাগাদ পাকিস্তানী গানবােটটিকে কালিন্দী নদীতে দেখা যায় এবং পাকিস্তানীরা মেসিনগান ও ভারী কামান নিয়ে আক্রমণ চালায়।
ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী তার পাল্টা জবাব দিয়ে তিন বার সরাসরি গানবােটটিকে আঘাত করে।
প্রায় একমাস আগে আর একবার এই সীমান্ত ফাঁড়ির উপরে পাকিস্তান গানবােট থেকে অনুরূপ আক্রমণ চালানাে হয়েছিল।

সূত্র: কালান্তর, ২৯.৯.১৯৭১