বর্ষা শেষে ইয়াহিয়ার হিংস্র আক্রমণের পরিকল্পনা
নয়াদিল্লী থেকে আমাদের বিশেষ প্রতিনিধি জানাচ্ছে, মুক্তি বাহিনীর বিরুদ্ধে বর্ষা শেষ হওয়া মাত্র ইয়াহিয়া প্রবল হিংস্র আক্রমণের পরিকল্পনা রচনা করেছে। সাম্প্রতিকতম সংবাদ অনুসারে ইয়াহিয়া চক্র, বাঙলাদেশে পুনরায় একটি প্রচণ্ড সামরিক আক্রমণ চালিয়ে স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধারের দাবিটিকে জনসমক্ষে আনতে চায়। এই সামরিক অভিযান বিচ্ছিন্নভাবে হবে না। এর পাশাপাশি কিছু রাজনৈতিক সুযােগ-সুবিধা তুলে ধরে আলাপ-আলােচনার প্রস্তাব উত্থাপন করা হবে। ১২ অক্টোবর পাক প্রেসিডেন্টের প্রস্তাবিত বিশেষ বেতার ভাষণে এই দ্বৈত প্রয়াসের সূচনার উল্লেখ করা হতে পারে।
পাক কর্তৃপক্ষ বর্ষার পরে তড়িৎগতিতে এই আক্রমণাত্মক অভিযান সম্পন্ন করতে উন্মুখ; তা না হলে মুক্তিবাহিনী তার সাফল্যগুলি সংহত করে ফেলতে পারে বলে সামরিক চক্রের আশঙ্কা। ইয়াহিয়া এটাও উপলব্ধি করেছে পাকিস্তানের কাঠামােয় যে রাজনৈতিক ও সামরিক পচন ধরতে শুরু করেছে।
সূত্র: কালান্তর, ১০.১০.১৯৭১