জম্মু সীমান্তে পাকফৌজের প্ররােচনামূলক কার্যকলাপ
শ্রীনগর থেকে এজেন্সির সংবাদে প্রকাশ, জম্মুর রাজৌরী ও ছর অঞ্চলের ভারতীয় সীমান্ত চৌকী গুলির ওপর গত ৪ দিন-যাবত পাক ফৌজ অনবরত গুলি চালিয়ে প্ররােচনা দেওয়ার চেষ্টা করছে।
বিশ্বস্ত মহল থেকে ঐ মর্মে প্রাপ্ত সংবাদে বলা হয়েছে যে জম্মু ও কাশ্মীর সীমানা বরাবর অঞ্চলে পাক ফৌজ দলবেঁধে ঘােরাফেরা করছে। গত বৃহস্পতিবার রাত্রে পাকিস্তানীরা রাজৌরীর খানা চৌকীর ওপরও গুলিবর্ষণ করে।
ঐ মহল থেকেই জানানাে হয়েছে যে সীমান্তের পাক অঞ্চল থেকে ব্যাপক হারে লােকজন সরিয়ে নেওয়া হচ্ছে। শিয়ালকোট অঞ্চল থেকেও বেসামরিক লােকজনকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।
সূত্র: কালান্তর, ১৭.১০.১৯৭১