শীঘই পশ্চিমবঙ্গে নিষ্প্রদীপের মহড়া শুরু হতে পারে
কলকাতা, ৯ অক্টোবর (ইউ এন আই)-গত ৩ অক্টোবর থেকে পাক সেনারা পশ্চিম দিনাজপুরের হিলি এলাকায় এক নাগাড়ে গােলা বর্ষণ করে চলেছে বলে আজ মহাকরণে মুখ্য সচিব এন সি সেনগুপ্ত জানান।
পাক গােলাবর্ষণের পরিপ্রেক্ষিতে আজ এখানে অসামরিক প্রতিরক্ষা ব্যবস্থার পুনরুজ্জীবন সম্পর্কে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আই জি, পুলিস কমিশনার সহ রাজ্যের উচ্চতম প্রশাসনিক অফিসাররা যােগ দেন।
নির্ভরযােগ্য সূত্রে জানা গেল, পূর্বাঞ্চলের রাজ্যগুলি বিশেষ করে পশ্চিমবঙ্গে অসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা জিইয়ে তােলার জন্য ভারত সরকার নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গে কিছুদিনের মধ্যেই নিপ্রাদীয়ের মহড়া সহ আনুষঙ্গিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলি কার্যকর করা হবে।
সূত্র: কালান্তর, ১০.১০.১৯৭১