You dont have javascript enabled! Please enable it! 1971.10.15 | করিমগঞ্জে পাকফৌজের গােলাবর্ষণ | কালান্তর - সংগ্রামের নোটবুক

করিমগঞ্জে পাকফৌজের গােলাবর্ষণ

শিলং, ১৪ অক্টোবর (ইউ এন আই)-ভারতীয় সীমান্ত শহর কমিরগঞ্জের ভেতর গতকাল পাক-ফৌজ দুদুবার গােলাবর্ষণ করে বলে প্রাপ্ত সরকারী সংবাদে জানা গেছে। ১৫ মিনিট ধরে গােলাবর্ষণ চলে। এতে হতাহতের কোনাে সংবাদ পাওয়া যায় নি।

সূত্র: কালান্তর, ১৫.১০.১৯৭১